11. Lest দ্বারা দুটি clause যুক্ত হলে পরবর্তী clause এর verb এর আগে should বসে।ঐ verb টির negative রুপ ব্যবহার করা যায় না।যেমন: Run fast lest(পাছে, নইলে) you should miss the train. Inc:- Work hard lest you will
fail.
Cort:-Work hard lest you should fail. আবার
Inc:- Work hard lest you
should not fail.
12. অতীত কালের সম্ভাবনা প্রকাশ করতে (এরকম হ'তে হত বাঘটতে - ইত্যাদি) would have + verb এর past participle ব্যবহৃত হয়।যেমন: If you had not helped me , I would have failed in the examination. তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে আমি পরীক্ষায় ফেল করতাম।
13.অতীত কালে কোন কাজ ঘটেছে এরুপ নিশ্চিত অনুমান বুঝাতে must have + verb এর past participle ব্যবহৃত হয়।যেমন: He didn't go to school yesterday , He must have been ill. সে গতকাল স্কুলে যায়নি ,নিশ্চয়ই সে অসুস্থ থাকবে।
14. কোন কামনা (wish, desire) বুঝাতে subject এরআগে may বসে।এমন বাক্যটিকে বলে optative sentence. যেমন: May you be happy – তুমি সুখী হও। May Allah bless you – আল্লাহ তোমার মঙ্গল করুন।
15. As if, as though দ্বারা দুইটি clause যুক্ত হলে প্রথম clause টির verb present tense এর হলেও পরবর্তী clause টির verb এর past indefinite tense হয়।যেমন: He talks as if he were(was নয়) mad – সে পাগলের মত কথা বলে। He behaves as if he owned the house – সে এমন ভাবে কথা বলে যেন সেবাড়িটির মালিক।
16. A). No sooner had +sub+verb(past participle)+ than + Past indefinite tense. B). Scarcely had + sub + verb(past participle) + When + Past indefinite tense. C). Hardly had + sub + verb(past participle) + When + Past indefinite tense. যেমন: আমি স্টেশনে পৌছতে না পৌছতেই ট্রেন ছেড়ে দিল। = No sooner had I reached the station than the train left(past form). = Scarcely had I reached the station when the train left(past form). = Hardly had I reached the station when the train left(past form)
0 Comments