ধারাবাহিক নাটক ‘গ্রামের নাম অচিন্তপুর’।

গ্রামের নাম অচিন্তপুর

প্রসূতিকালীন মায়েদের স্বাস্থ্যসেবায় দেশের নারীদের আরও সচেতন করতে তৈরি হচ্ছে ৪০ পর্বের ধারাবাহিক নাটকগ্রামের নাম অচিন্তপুর নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মাজনুন মিজান তাহমিনা অথৈ। ঢাকার অদূরে পুবাইলে গত সপ্তাহে নাটকটির শুটিং শুরু হয়েছে। মাসের শেষে নাটকটি চ্যানেল আইতে দেখানো হবে। এই নাটক থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমাদের এই করোনা পরিস্থিতি থেকে বাঁচাতে পারে। আপনাদের কথা বিবেচনা করে এই ধারাবাহিক নাটকের আয়োজন করার জন্য এই করোনা পরিস্থিতেও কঠোর পরিূশ্রম করে যাচ্ছে  নাটকের পরিচালকসহ সকল অভিনেত্রীরা।

করোনার এই সময়ের এত লম্বা ধারাবাহিকের কাজ করতে গিয়ে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে কি, এমন প্রশ্নে পুবাইল থেকে মাজনুন মিজান বলেন, ‘আমি ঢাকা থেকে পুবাইল এসে শুটিং করলেও পরিচালক, কলাকুশলীদের পুরো ইউনিট প্রথম দিন থেকেই এখানে। সাধারণত, শুটিং ইউনিটে যে পরিমাণ লোকজন থাকে, এখন কম। করোনার আগে শুটিংয়ের সময় কস্টিউম রাখতাম রূপসজ্জার কক্ষে। এখন রাখি গাড়িতে। খুব জরুরি না হলে নিজের মেকআপ নিজেই নিচ্ছি। শুটিং স্পটে খাবার খাচ্ছি ঠিকই, কিন্তু প্লেট, গ্লাস সবই বাসা থেকে নিয়ে এসেছি। স্বাস্থ্যবিধি মেনেই স্বাস্থ্যসচেতনতার এই কাজ করতে হচ্ছে।

আমরা  এখনো এই করোনা পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে সচেতন হতে পারিনি। এখনো এর জন্য তেমন কোনো দরকারি ঔষুধ কেউ  তৈরী করতে পারিনি। তাই এই পরিস্থিতি থেকে শুধুমাত্র স্বাস্থ্য সচেতনাই আমাদের বাঁচাতে পারে।


Post a Comment

0 Comments